জুলাই-আগস্টে গণহত্যার বিচার কার্যক্রম চলছে। একাধিক মামলার সাক্ষ্যগ্রহণ হচ্ছে। এর মধ্যে রাজধানীর চাঁনখারপুলে ছয় হত্যাকাণ্ডের দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল রোববার (১৪ সেপ্টেম্বর)। এদিন একজন সাক্ষীর উদ্দেশ্যে নার্ভাস কেন জানতে চান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার (১৪ সেপ্টেম্বর) মামলায় ১৫ নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন, ১৩ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য অজয় কুমার। তার জবানবন্দি গ্রহণ করেন ট্রাইব্যুনাল-১ এর বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল। সাক্ষ্যগ্রহণ শেষে তাকে জেরা করেন স্টেট ডিফেন্স ও আসামিপক্ষের আইনজীবীরা। এর মধ্যে আসামি কনস্টেবল মো. নাসিরুল ইসলামের পক্ষে জেরা করেন আইনজীবী আবুল হাসান। তিনি অজয়ের কাছে পাল্টা আক্রমণ হয়েছে কি না জানতে চান। সাক্ষীকে প্রশ্ন করে আবুল হাসান বলেন, ওই দিন চাঁনখারপুলে যখন আপনারা দায়িত্ব পালন করেছিলেন, তখন আপনাদের...