লা লিগায় দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৬-০ গোলের বিশাল ব্যবধানে জয় পেয়েছে কাতালান ক্লাবটি। ম্যাচে জোড়া গোল করেছেন ফেরমিন লোপেজ, রাফিনহা ও রবার্ট লেভানডোভস্কি। এই ম্যাচেই প্রথমবারের মতো লা লিগায় গোল অ্যাসিস্ট করেছেন ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে বার্সায় আসা রাশফোর্ড বার্সার হয়ে এটি ছিল তার দ্বিতীয় ম্যাচ। ৬৭ মিনিট মাঠে ছিলেন তিনি। যদিও নিজে গোল পাননি, তবে তার অসাধারণ একটি ক্রস থেকে রাফিনহার প্রথম গোলটি আসে। প্রথমার্ধে ফেরান তোরেসের পাস থেকে ফেরমিন লোপেজের গোলে এগিয়ে যায় বার্সা। দ্বিতীয়ার্ধে দুর্দান্ত এক শটে আবারও জালের দেখা পান ফেরমিন, ম্যাচের তৃতীয় গোলটি করেন তিনি। রাফিনহার দ্বিতীয় গোল আসে শক্তিশালী এক শটে, এরপর লেভানডোভস্কি গোল উৎসবে যোগ দেন। দানি ওলমোর পাস থেকে একটি গোল...