আদালত প্রাঙ্গণে আসামি আনা-নেওয়ার সময় হাতকড়া পরানো নিয়ে সবসময়ই সমালোচনা করে থাকে জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো। বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক, সরকারি-বেসরকারি কর্মকর্তা, সাংবাদিকদের আদালতে আনা-নেওয়ার সময় পিছে হাত দিয়ে হাতকড়া পরানোর ছবি প্রকাশিত হলে নতুন করে সমালোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, তারা এমন ভয়াবহ আসামি কিনা যাদের এভাবে পিছমোড়া করে হাতকড়া পরিয়ে আদালতে আনতে হবে। মানবাধিকারকর্র্মীরা বলছেন, হাতকড়া পরানো মানে আসামিকে শাস্তি দেওয়া। এতে বন্দির অধিকার লঙ্ঘিত হয়। আইনজীবীরা বলছেন, পুলিশ রেগুলেশনের ৩৩০ থেকে ৩৩২ ধারায় সুস্পষ্টভাবে বলা হয়েছে, আসামির পলায়ন রোধের জন্য তাদের হাতকড়া পরানো যাবে। আসামির ন্যাচার ও ক্যারেক্টারের আলোকে হাতকড়া পরানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে পুলিশ। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন, আসামিদের ও আদালতের নিরাপত্তার জন্যই এটা করতে হয়। গত ২৮ আগস্ট রাজধানীর সেগুনবাগিচার রিপোর্টার্স ইউনিটিতে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি...