এসকেআইএফ বাংলাদেশের উদ্যোগে এবং বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহযোগিতায় রাজধানীতে শুরু হচ্ছে জাতীয় ও আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতাে এবং দ্বিতীয় আন্তর্জাতিক কারাতে সেমিনার ও ড্যান গ্র্যাডিং ২০২৫। এতে অংশগ্রহণ করবেন আটটি দেশের প্রতিযোগীরা। এসকেআইএফ বাংলাদেশের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুজ্জামান জানান, আমাদের আমন্ত্রণে দেশের ৭৫টিরও অধিক কারাতে সংগঠন, জেলা ক্রীড়া সংস্থা, স্কুল ও বিশ্ববিদ্যালয় থেকে ১১৫০ জন কারাতে খেলোয়াড় বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণ করবেন। যার মধ্যে শিশু ছেলে এবং মেয়ে ৩৫০, জুনিয়র ৩০০, ক্যাডেট ২৫০ এবং সিনিয়র ২৫০ জন এবং ৭০ জনের অধিক ড্যান গ্রেডিংয়ের জন্য অংশগ্রহণের আবেদনপত্র জমা দিয়েছেন। এ ছাড়া ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, জাপান, সিরিয়া, আর্জেন্টিনা ও আমেরিকার সংগঠন এবং খেলোয়াড়রা অংশগ্রহণ করবেন।’তিনি জানান, ‘বাংলাদেশ কারাতে ফেডারেশন থেকে রেফারি পরীক্ষায় পাসকৃত ও এসকেআইএফ-বাংলাদেশের রেফারি এবং এশিয়ান কারাতে ফেডারেশন থেকে পাসকৃত বাংলাদেশি...