এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে বিতর্কে জড়িয়ে পড়েছে ভারতীয় ক্রিকেট দল। ম্যাচ শেষে প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে হাত না মেলেই মাঠ ছাড়েন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব ও তার সতীর্থ শিবম দুবে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে এ বিষয়ে ব্যখ্যা দিয়েছেন ভারত অধিনায়ক। জানিয়েছেন, পাকিস্তানিদের সঙ্গে হাত না মেলানোর সিদ্ধান্ত নিয়েছিলেন সবাই মিলে। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ভারত ৭ উইকেটের বড় ব্যবধানে জয় পায়। ম্যাচ শেষে নিয়মমাফিক দুই দলের খেলোয়াড়দের হাত মেলানোর রীতি থাকলেও সূর্যকুমার ও শিবম দুবে সরাসরি মাঠ ছেড়ে ড্রেসিংরুমে চলে যান। পাকিস্তান শিবিরের দাবি, তারা হাত মেলাতে এগিয়ে এলেও তখন ভারতীয় খেলোয়াড়রা মাঠ ছেড়ে চলে গিয়েছিলেন। পাকিস্তানের কোচ নিউজিল্যান্ডের মাইক হেসন বলেন, ‘আমরা হাত মেলানোর জন্য প্রস্তুত ছিলাম। কিন্তু প্রতিপক্ষ দল তা করেনি, যা আমাদের জন্য হতাশাজনক।’...