দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে এক দম্পতি জয়ী হয়েছেন। ইসলামী ছাত্রশিবির-সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তারা বিজয়ী হন। বিজয়ী দম্পতি হলেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের তারিকুল ইসলাম ও ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নিগার সুলতানা। তারিকুল জাকসুর কার্যকরী সদস্য (পুরুষ) পদে ১,৭৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন। অন্যদিকে নিগার সুলতানা সহসমাজসেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদক (নারী) পদে ২,৯৬৬ ভোট পেয়ে বিজয়ী হন। গত ১১ সেপ্টেম্বর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে ৪৪ ঘণ্টা পর ফলাফল ঘোষণা করা হয়। তারিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সমাজসেবা সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। নিগার সুলতানা বিশ্ববিদ্যালয়ের কোরআন অ্যান্ড কালচারাল স্টাডি ক্লাবের কো-হেড (ফিমেল সেকশন) হিসেবে দায়িত্ব পালন করছেন। তারিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, চলতি বছরের জুলাই মাসে তাদের বিয়ে...