রক্ষণশীল ভাষ্যকার চার্লি কার্ক হত্যাকাণ্ডের তদন্তে গাফিলতি ও ভুল তথ্য প্রকাশের ঘটনায় এফবিআই পরিচালক কাশ প্যাটেলকে মার্কিন কংগ্রেসের কড়া জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে। প্রাথমিক তদন্তে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ ওঠার পর প্যাটেল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ও বুধবার (১৭ সেপ্টেম্বর) সিনেট ও হাউসের বিচার বিভাগীয় কমিটির সামনে হাজির হবেন। সেখানে শুধু কার্ক হত্যাকাণ্ডের তদন্ত নয়, বরং রাজনৈতিক অস্থিরতা ও অভ্যন্তরীণ বিভাজনের মধ্যেও এফবিআইকে স্থিতিশীল রাখার সামর্থ্য নিয়েও তাকে প্রশ্নের মুখে পড়তে হবে। খবর আল জাজিরার। কার্ক হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই প্যাটেল এক্সে (টুইটার) লিখেছিলেন, “চার্লি কার্ককে হত্যাকারী সন্দেহভাজন এখন এফবিআই হেফাজতে।” কিন্তু তা ভুল প্রমাণিত হয়। পরে তিনি জানাতে বাধ্য হন যে আটককৃত ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয়েছে। এই ভুল তথ্য রক্ষণশীল মহলেই ক্ষোভের জন্ম দিয়েছে। রক্ষণশীল থিঙ্কট্যাঙ্ক ম্যানহাটন ইনস্টিটিউটের ফেলো ক্রিস্টোফার এফ...