১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৯ এএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫১ এএম উত্তর আফ্রিকার গ্যাস উৎপাদনকারী দেশ আলজেরিয়ার প্রধানমন্ত্রী হিসেবে সিফি ঘরিবকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আব্দেলমাজিদ তেববুন। এই পরিবর্তনের লক্ষ্য দেশের সামাজিক-অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং অর্থনীতিকে আরও বহুমুখী করা। রয়টার্সের খবরে জানা যায়, রোববার (১৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে প্রেসিডেন্ট কার্যালয় সিফি ঘরিবকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের ঘোষণা দেয়। এর আগে ঘরিব ছিলেন শিল্পমন্ত্রী এবং গত মাস থেকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি মন্ত্রিসভায় পরিবর্তনের অংশ হিসেবে মুরাদ আজদালকে নতুন জ্বালানি ও নবায়নযোগ্য জ্বালানিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রেসিডেন্টের কার্যালয় জানায়, অর্থ, বাণিজ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীরা আগের পদেই বহাল থাকবেন। সিফি ঘরিব দীর্ঘদিন শিল্প খাতে দায়িত্ব পালন করেছেন এবং নীতিগত দিক থেকে অভিজ্ঞ হিসেবে পরিচিত। তেববুন যখন নাদির...