
শীতাতপ নিয়ন্ত্রিত ও আধুনিক মাল্টিমিডিয়াসমৃদ্ধ শ্রেণিকক্ষ। সবুজ ঘাসে মোড়ানো বিশাল খেলার মাঠ, আন্তর্জাতিক মানের সুইমিংপুল, ফুটবল ও ক্রিকেট খেলার আলাদা মাঠ।নাচ-গান শেখার পৃথক স্টুডিও এবং বিদেশি ভাষা রপ্ত করার ল্যাঙ্গুুয়েজ ক্লাব। শ্রেণিকক্ষে পাঠদানের সঙ্গে একজন শিক্ষার্থী এসব সুযোগ-সুবিধা পাবেন বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে। আন্তর্জাতিক মানের এ শিক্ষাপ্রতিষ্ঠানটি দেশের অন্য যে কোনো স্কুলের চেয়ে ব্যতিক্রম। কারণ শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি এখানে তাদের বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তোলার পরিবেশ ও শিক্ষা দেওয়া হয়। শিক্ষা কার্যক্রমের সঙ্গে পাঠ্যক্রমবহির্ভূত বিভিন্ন কার্যকলাপ শেখানোর ওপর জোর দেওয়া হয়। এতে সৃজনশীলতা বিকাশে শিক্ষার্থীকে আর আলাদা করে স্কুলের বাইরে যেতে হয় না। এমন একটি স্কুলেই ভর্তির হওয়ার স্বপ্ন দেশের সব শিক্ষার্থী এবং তাদের অভিভাবকের। দেশখ্যাত বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এই বিশ্বমানের স্কুলটির স্বপ্নদ্রষ্টা। রাজধানী ঢাকার...