নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৮ আসনের ভোটযুদ্ধে নামছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। রবিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। পোস্টে হাদি লেখেন:“ঢাকা-৮-এর ভাই-বোনেরা, শাহবাগ মোড়ে মিলাদ পড়ে আগামী সপ্তাহে আমার নির্বাচনী জার্নির বিসমিল্লাহ বলব। শুক্রবার থেকে প্রতিদিন বিকেলে আপনাদের পরামর্শ শোনার জন্য অলিগলিতে হাঁটব।” তিনি আরও জানান,“চা-শিঙাড়া খাবো, কথা বলবো, প্রয়োজনীয় নোট নেবো। দেখা হবে ইনশাআল্লাহ।” ইনকিলাব মঞ্চ হলো একটি সাংস্কৃতিক-রাজনৈতিক প্ল্যাটফর্ম, যা জুলাই মাসের গণআন্দোলনের প্রেক্ষাপটে গড়ে ওঠে। সংগঠনটি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই, ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার প্রত্যয়ে কাজ করছে। ঢাকা-৮ আসনে রয়েছে: মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও...