ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। হামলায় ধ্বংস হচ্ছে একের পর এক ভবন। গাজা সিটিতে একাধিক টাওয়ার ধ্বংস করা হয়েছে। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করে বলেছে, গাজায় কোথাও আর নিরাপদ আশ্রয় নেই। সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ইসরায়েলি বাহিনী গাজায় নতুন করে অভিযান জোরদারের পর প্রায় প্রতিদিনই অর্ধশতের বেশি মানুষ নিহত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় অন্তত ৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ ছাড়া গাজা সিটির ১৬টি ভবন ধ্বংস করা হয়েছে, যার মধ্যে তিনটি আবাসিক টাওয়ারও রয়েছে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ প্রধান ফিলিপ লাজারিনি জানান, শুধু গত চার দিনেই গাজা সিটিতে তাদের ১০টি ভবন হামলার শিকার হয়েছে। এর মধ্যে সাতটি স্কুল ও দুটি ক্লিনিকও রয়েছে, যেখানে হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছিল। এক্সে তিনি...