নাইজেরিয়ার উত্তরাঞ্চলে বরযাত্রীদের বহনকারী একটি বাস নদীতে পড়ে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। দেশটির জামফারা রাজ্যে স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। নাইজেরিয়ার পরিবহন ইউনিয়নের এক কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দাদের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। নাইজেরিয়ার ন্যাশনাল ইউনিয়ন অব রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্সের (এনইউআরটিডব্লিউ) কর্মকর্তা আবু বকর মুহাম্মদ জানান, শনিবার সন্ধ্যার দিকে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে বাসটি দুর্ঘটনার সম্মুখীন হয়। আংশিকভাবে ধসে পড়া একটি সেতুর ওপর থামানো হলে বাসটি উল্টে নদীতে পড়ে যায়। চালক তাৎক্ষণিক ব্রেক টানতে না পারায় এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পরিবহন ইউনিয়নের ওই...