চলতি মৌসুমে রীতিমতো উড়ছেন আনিং হলান্ড। রোববার সেই ধারাবাহিকতা ধরে এ তারকা আরেকবার জ্বলে উঠেন। করেন দুই গোল। শেষ পর্যন্ত তার নৈপুণ্যে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যানচেস্টার ডার্বি ম্যানচেস্টার সিটি জিতে নেয় ৩-০ গোলে।রোববার জয়টাও সিটির খুব দরকার ছিল। লিভারপুলের নাটকীয় জয়ের পর, শিরোপা লড়াইয়ে থাকতে হলে সিটির সামনে জেতা ছাড়া বিকল্প কোন পথ ছিল না। শেষ পর্যন্ত আন্তর্জাতিক বিরতির আগে টানা দুই হারের ধাক্কা পেছনে ফেলে আবার যেন বিধ্বংসী রূপে ফিরে দলটি।এবারের মৌসুমটা সিটির শুরু হয়েছিল একটু ঢিমেতালে, একটা জয়ের পর টানা দুই হার। তবে রোববার নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে সিটিকে দেখা মেলে চেনা ছন্দে। ম্যাচের প্রথম গোলটা করেন ফিল ফোডেন। তিনিও দিলেন চেনা রূপে ফেরার আভাস। তবে রাতটা ছিল আসলে আর্লিং হলান্ডময়। পুরো মাঠজুড়ে খেলেছেন তাঁর প্রভাব, দ্বিতীয়ার্ধে...