নিজস্ব প্রতিবেদক: সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি যৌক্তিক, সময়োপযোগী ও বাস্তবমুখী বেতন কাঠামো নির্ধারণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এ লক্ষ্যে গঠিত জাতীয় বেতন কমিশনের সঙ্গে এক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। রোববার (১৪ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টা ও জাতীয় বেতন কমিশনের প্রতিনিধিদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন কমিশনের চেয়ারম্যান, সদস্য এবং সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা। বৈঠকে ড. ইউনূস বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শুধু বেতন বাড়ালেই চলবে না, স্বাস্থ্যবীমার মতো নিরাপত্তা ব্যবস্থাও জরুরি। তিনি বলেন, “একটা অসুখে অনেক সময় মানুষ তার সব সঞ্চয় হারিয়ে ফেলে। অথচ যদি ইনসুরেন্স থাকে, পরিবার অনেকটা নিশ্চিন্তে থাকে। আমাদের আশপাশের দেশগুলোতে এ ধরনের বীমা চালু আছে। আমাদেরও এমন কিছু ভাবা উচিত।” বৈঠকে জাতীয় বেতন...