স্থানীয় বাসিন্দা নাজমুল হক বলেন, ‘এভাবে সিঁধ কেটে চুরির ঘটনা আমাদের এলাকায় বহু বছর হয়নি। নিরাপত্তা ব্যবস্থা এবং পুলিশের টহল আরও জোরদার করা দরকার। মাদক ব্যবসায়ী ও সেবনকারীরা গভীর রাত রাস্তার আনাচে-কানাচে ঘোরাঘুরি করে। এ চুরির ঘটনার সঙ্গে তারা জড়িত থাকতে পারে।’এলাকাবাসী দ্রুত অপরাধীদের গ্রেপ্তার এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।মতলব থানার ওসি মোহাম্মদ সালেহ আহমেদ বলেন, চুরির ঘটনা সম্পর্কে কেউ থানায় জানায়নি। চুরির সংবাদ শোনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি। আমরা দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব। এ ছাড়া পুলিশের টহল জোরদার করা হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনা রোধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে। এলাকাবাসী দ্রুত অপরাধীদের গ্রেপ্তার এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।মতলব...