মন খারাপের দেশে হঠাৎ করেই শুরু হয়েছে উত্তেজনা। উত্তেজনা বললে ভুল হবে।এটা টানটান উত্তেজনা, প্রবল উত্তেজনা, সীমাহীন উত্তেজনা ইত্যাদি অনেক বিশেষণ যুক্ত করলে যা হয় তেমনি একটি অবস্থা এখন বাংলাদেশে বিরাজ করছে। পার্শ্ববর্তী দেশ নেপালে বাংলাদেশের মতো একটি অভ্যুত্থান হয়ে গেল। নেপালি প্রধানমন্ত্রী অলি হেলিকপ্টারে করে পালালেন। আরেক সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রীকে পুড়িয়ে মারা হলো। অর্থমন্ত্রীকে রাস্তায় ফেলে উদম করে বেদম প্রহার। নির্বিচার ব্যাংক ডাকাতি, দেশজুড়ে সরকারি-বেসরকারি ভবনে আগুনের যে লেলিহান শিখা নেপালকে গ্রাস করেছে তার উত্তাপ বাংলাদেশেও চলে এসেছে। আমরা সবাই কমবেশি জানি যে বাংলাদেশ-শ্রীলঙ্কা-ভুটান-মালদ্বীপ ও নেপাল নিয়ে গত দুই দশক ধরে চীন ও ভারত পরস্পর রশি টানাটানি করছে। আমেরিকা তাদের সুবিধামতো দাবার চাল দিয়ে যাচ্ছে। মিয়ানমারের অবস্থা উল্লিখিত পাঁচটি দেশের চেয়ে ভয়াবহ। সেখানে মার্কিন মদতে যুদ্ধ চলছে। চীন ভারত...