
স্কলার্সহোম মেজরটিলা কলেজে উৎসবমুখর পরিবেশে রবিবার (১৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে বাংলা বিতর্ক প্রতিযোগিতা ২০২৫। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতাটি তিনটি ক্যাটাগরিতে বিভক্ত করে আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ জনাব মো. ফয়জুল হক। তিনি বলেন, “বিতর্ক শিক্ষার্থীদের শুধু যুক্তি উপস্থাপনের দক্ষতা বাড়ায় না, বরং তাদের চিন্তাশক্তিকে শাণিত করে এবং নতুন দৃষ্টিভঙ্গি অর্জনে সহায়তা করে। যুক্তিনির্ভর আলোচনার মধ্য দিয়ে শিক্ষার্থীরা ভিন্ন মতামতকে সম্মান করতে শেখে, যা একটি সুস্থ গণতান্ত্রিক সমাজ গঠনের পূর্বশর্ত। বিতর্ক তরুণ প্রজন্মকে দায়িত্বশীল, আত্মবিশ্বাসী ও সৃজনশীল নাগরিক হিসেবে গড়ে তোলে। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটানোর পাশাপাশি তাদের ভবিষ্যতে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত করে। তাই নিয়মিত এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের চরিত্র গঠন, সহনশীলতা ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” প্রতিযোগিতায়...