গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযানে গত ২৪ ঘণ্টায় আরও ৫৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সঙ্গে গাজা সিটিতে একাধিক আবাসিক টাওয়ার ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। এদিকে অবরুদ্ধ গাজায় ক্ষুধা ও অপুষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২২ জনে। জাতিসংঘ ও বিভিন্ন মানবিক সংস্থা সতর্ক করে দিয়ে বলেছে, গাজায় এখন আর কোনো নিরাপদ আশ্রয়স্থল নেই। সোমবার (১৫ সেপ্টেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনীর নতুন এই অভিযানে গাজা সিটির ১৬টি ভবন ধ্বংস হয়েছে, যার মধ্যে তিনটি ছিল উচুঁ আবাসিক টাওয়ার। উত্তর গাজার নগর কেন্দ্র দখল এবং সেখানকার বাসিন্দাদের উৎখাত করাই এই হামলার মূল লক্ষ্য বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি। নিহতদের মধ্যে অন্তত ৩৫ জন গাজা সিটির বাসিন্দা বলে স্থানীয় চিকিৎসকরা নিশ্চিত করেছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অপুষ্টিতে আক্রান্ত...