কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বলেছেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ এবং তাদের মাতৃভূমি থেকে জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা কখনোই সফল হবে না। রবিবার কাতারের রাজধানী দোহায় শুরু হওয়া আরব-ইসলামিক সম্মেলনে তিনি এ কথা বলেন। দখলদার ইসরায়েলের সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল-থানি ইসরায়েলের বিরুদ্ধে কড়া ভাষায় বার্তা দেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্বিচারিতা পরিহার করার আহ্বান জানান। পাশাপাশি ইসরায়েল যেসব অপরাধ করেছে, তার বিচার নিশ্চিত করার দাবি জানান। কাতারের প্রধানমন্ত্রী বলেন, ইসরায়েল কাতারে ‘বর্বর’ হামলা চালিয়েছে, যা আরব বিশ্ব নিন্দা জানিয়েছে। তিনি বলেন, এই হামলার বিরুদ্ধে এবং কাতারের সার্বভৌমত্ব রক্ষায় তারা যে আইনি পদক্ষেপ নেবে, তাকে আরব দেশগুলো সমর্থন করবে। তিনি ইসরায়েলের হামলার বিরুদ্ধে কঠোর ও দৃঢ় পদক্ষেপ...