১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৪ এএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৫ এএম লন্ডনে ডানপন্থি বিক্ষোভ ও পাল্টা আন্দোলনের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন—“আমরা কখনোই আমাদের পতাকা সমর্পণ করব না।” তাঁর মতে, যুক্তরাজ্যের পতাকা কোনোভাবেই বিভেদ, ভীতি বা সহিংসতার প্রতীক হতে পারে না। বরং এটি দেশের বৈচিত্র্য ও ঐক্যের প্রতীক। রোববার (১৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। শনিবার লন্ডনের কেন্দ্রস্থলে ডানপন্থি কর্মী টমি রবিনসনের নেতৃত্বে আয়োজিত “ইউনাইট দ্য কিংডম” মিছিলে প্রায় দেড় লাখ মানুষ অংশ নেয়। এর পাল্টা হিসেবে “স্ট্যান্ড আপ টু রেসিজম” সংগঠনের ব্যানারে প্রায় ৫ হাজার মানুষ রাস্তায় নামে। এই পাল্টাপাল্টি বিক্ষোভের পরেই প্রধানমন্ত্রী স্টারমার তাঁর বক্তব্য দেন। তিনি জানান, পতাকাকে কখনোই ঘৃণা বা ভয়ের...