গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী নতুন করে হামলা চালিয়ে অন্তত ৫৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং গাজা সিটিতে ১৬টি ভবন ধ্বংস করেছে। এর মধ্যে তিনটি ছিল আবাসিক টাওয়ার। রোববারের (১৪ সেপ্টেম্বর) এসব হামলায় শুধু গাজা সিটিতেই অন্তত ৩৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ভিক্ষে আরও দুই ফিলিস্তিনি মারা গেছেন। এ নিয়ে যুদ্ধ শুরুর পর থেকে ক্ষুধাজনিত মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৪২২ জনে। খবর আল জাজিরার। গাজা সিটির রিমাল এলাকার আল-কাওসার টাওয়ারকে প্রথমে লক্ষ্যবস্তু করে ইসরায়েলি সেনারা। পরে কয়েক ঘণ্টার মধ্যে মিসাইল হামলা চালিয়ে ভবনটি ধ্বংস করে দেয়। টানা বোমাবর্ষণে হাজারো মানুষ আবারও বাস্তুচ্যুত হয়েছে। বাস্তুচ্যুত মারওয়ান আল-সাফি বলেন, “আমরা জানি না কোথায় যাবো। আমাদের বাঁচার উপায় নেই।” গাজার সরকারি গণমাধ্যম দপ্তর ইসরায়েলের এই হামলাকে “পদ্ধতিগত বোমাবর্ষণ” বলে আখ্যা...