কক্সবাজারের টেকনাফে নাফ নদীর ফিশারি ঘাটে বিজিবি পৃথক অভিযান চালিয়ে তিন লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। এসময় দুই ইয়াবা কারবারিকে আটক করেছে বিজিবি। রোববার (২৪ সেপ্টেম্বর) রাতে ও ভোরে টেকনাফের ফিশারি ঘাট ও নাফ নদীর জালিয়ার দ্বীপ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধার ও আটক করা হয়। রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে টেকনাফ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান এই তথ্য জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ ও উখিয়া বিজিবি রোববার রাতে টেকনাফ ফিশারি ঘাট সংলগ্ন এলাকায় একটি ফিশিং ট্রলারে অভিযান চালায়। অভিযানে ট্রলারের নিচের অংশে জালের কুণ্ডুলির ভেতর থেকে ১২টি হলুদ রঙের প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটের ভেতরে নীল রঙের মোড়কে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট...