বগুড়ার সারিয়াকান্দি উপজেলার সন্তান হামিদুল আলম মিলন। দীর্ঘ চার দশকের পুলিশ ক্যারিয়ার, একাধিক দায়িত্ব পালনকালে তিনি ছিলেন আলোচিত ব্যক্তি। কিন্তু একইসঙ্গে নানা বিতর্ক পিছু ছাড়েনি তার। অবশেষে চাকরি জীবনের শেষ প্রান্তে এসে তাকে বিদায় নিতে হলো স্ত্রীর নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার দায়ে। রাষ্ট্রপতির আদেশক্রমে গত বুধবার (১০ সেপ্টেম্বর) জারি হওয়া প্রজ্ঞাপনে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। জানা যায়, ২০২৩ সালের সেপ্টেম্বর-অক্টোবরে এক মাসের জন্য অসুস্থতার অজুহাতে ছুটি নেন অতিরিক্ত ডিআইজি মিলন। তার বিরুদ্ধে অভিযোগ, ওই সময় তিনি বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে স্ত্রীর নির্বাচনী প্রচারণায় মাঠে নেমে পড়েন। শুধু তাই নয়, স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে হোয়াটসঅ্যাপ ও অন্যান্য মাধ্যমে নিয়মিত যোগাযোগ রেখে নির্বাচনী কৌশল সাজান। একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা নির্বাচনী প্রচারণায় সরাসরি অংশ নিচ্ছেন এমন খবর ছড়িয়ে পড়ে। ফলে পুলিশ সদর দপ্তরের ডিসিপ্লিন...