শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে টানা ১২ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত এসব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এর আগে ২৬ ও ২৭ সেপ্টেম্বর (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা মোট ১২ দিনের ছুটি ভোগ করবেন। এ সময় দুর্গাপূজার পাশাপাশি ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রীশ্রী লক্ষ্মী পূজার ছুটিও অন্তর্ভুক্ত থাকবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সর্বশেষ প্রজ্ঞাপনে...