জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাব বাস্তবায়নে দিক নির্দেশনার অভাব দেখছেন আইনবিদ শাহদীন মালিক। তাঁর মতে, সংস্কারের আকাঙ্ক্ষা থাকলেও এর বিশ্লেষণ নেই। ঘাটতি আছে ঐক্যমতেও। এদিকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতা কাটছে না বলে জানিয়েছে, জাতীয় ঐকমত্য কমিশন। ছয় মাস ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার প্রস্তাব নিয়ে নিরলস আলোচনা চালিয়ে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। এরই মধ্যে সাত দফা অঙ্গীকারনামার ভিত্তিতে জুলাই জাতীয় সনদের খসড়াও চূড়ান্ত হয়েছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, কিছু ক্ষেত্রে ভিন্নমত ও ৮৪টি সংস্কার প্রস্তাবে ঐকমত্য হওয়ার কথা বলা হয়েছে এ চূড়ান্ত খসড়ায়। এ ছাড়া সনদের চূড়ান্ত খসড়ার পটভূমি ও অঙ্গীকারনামায় বেশকিছু বিষয় যুক্ত ও পরিবর্তন এসেছে। তবে এর বাস্তবায়ন নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। আইন বিশেষজ্ঞ...