মাদারীপুরের শিবচর পৌর বাজারে প্রকাশ্যে রাকিব মাদবর (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিক পৌর বাজারের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সামনে তাকে হত্যা করা হয়। শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ইবনে সামাদ হত্যা মামলার আসামি ছিলেন রাকিব। ওই হত্যার ঘটনার জেরে এই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।”আরো পড়ুন:‘সঠিক বিচারিক প্রক্রিয়ায় হাসিনাকে ফাঁসিতে ঝুলানো নিশ্চিত করা হবে’বাবাকে হত্যার অভিযোগে ছেলের মৃত্যুদণ্ড ‘সঠিক বিচারিক প্রক্রিয়ায় হাসিনাকে ফাঁসিতে ঝুলানো নিশ্চিত করা হবে’ নিহত রাকিব সম্প্রতি আদালত থেকে জামিন নিয়ে এলাকায় আসেন। তিনি চরশ্যামাইল এলাকার নাসির মাদবরের ছেলে। রাকিব সরকারি বরহামগঞ্জ কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার শিরুয়াইল ইউনিয়নের...