১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৭ এএম | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৮ এএম ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি অভিযানে অব্যাহত বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া নগর কেন্দ্র, ক্ষুধা ও বাস্তুচ্যুতির ভয়াবহ সংকট—সব মিলিয়ে মানবিক বিপর্যয় নেমে এসেছে। জাতিসংঘ ও মানবিক সংস্থাগুলো সতর্ক করছে, গাজায় আর কোনো জায়গাই নিরাপদ নেই। সোমবার (১৫ সেপ্টেম্বর) আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি বাহিনী গাজায় নতুন অভিযানে একদিনে অন্তত ৫৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে। শুধু গাজা সিটিতেই ধ্বংস করা হয়েছে ১৬টি ভবন, যার মধ্যে তিনটি ছিল আবাসিক টাওয়ার। মূলত উত্তরাঞ্চলের নগর কেন্দ্র দখল ও সেখানকার জনগণকে জোরপূর্বক উৎখাত করার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে। একই সময়ে অপুষ্টি ও দুর্ভিক্ষে নতুন করে আরও দুইজনের মৃত্যু হয়েছে, ফলে যুদ্ধ শুরুর পর থেকে ক্ষুধায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে...