প্রায় ৪০ ঘণ্টা ধরে ভোট গণনার পর অবশেষে ঘোষণা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল। মাত্র ১১ হাজার ভোটের হিসাব করতে তিনদিন সময়—এটা নিঃসন্দেহে বিস্ময়কর। শেষ পর্যন্ত বিজয়ী হলো শিবিরপন্থি প্যানেল। অথচ ফলাফল আসলে অনেকটা আগেই অনুমেয় ছিল। কারণ ভোট চলাকালীন ছাত্রদল এবং পরে আরও কয়েকটি প্যানেলের সরে দাঁড়ানো পুরো প্রক্রিয়াটিকেই প্রশ্নবিদ্ধ করে দিয়েছিল। নির্বাচনের দিন সকাল থেকেই অনিয়মের অভিযোগ ওঠে। ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, বাধা, এমনকি প্রশাসনের সরাসরি হস্তক্ষেপের অভিযোগ ছিল শিক্ষার্থীদের মুখে। দুপুরে আরও তিনটি প্যানেল নির্বাচন বর্জন করে। একজন কমিশনারসহ চারজন শিক্ষক নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করেন। তাদের অভিযোগ—পরিস্থিতি এতটাই একপেশে হয়ে গেছে যে কমিশনের ভেতরে থেকেও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। প্রশ্ন জাগে, ভোট গণনায় এত বিলম্ব কি কেবল কারিগরি জটিলতা, অনভিজ্ঞতা, নাকি আগেভাগেই নির্ধারিত ফলাফলকে...