কাতারের রাজধানী দোহায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কর্মকর্তাদের হত্যার জন্য স্থল অভিযান চালানোর পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। খবর এনডিটিভিগত মঙ্গলবার কাতারে বিমান হামলা চালায় ইসরায়েল। এ হামলার লক্ষ্য ছিল হামাসের সিনিয়র নেতাদের হত্যা। কিন্তু এতে ব্যর্থ হয় তেল আবিব। তবে এ হামলার সঙ্গে মোসাদের সংশ্লিষ্টতা ছিল না। সরকারি এক বিবৃতিতে বিষয়টি উল্লেখ করা হয়েছে। এর সঙ্গে সংশ্লিষ্ট দুটি ইসরায়েলি সূত্র জানিয়েছে, দোহায় স্থল অভিযানের পরিকল্পনা ছিল প্রধানমন্ত্রী নেতানিয়াহুর। কিন্তু তাতে রাজি হয়নি মোসাদ।কেন এই অভিযান চালাতে অস্বীকৃতি জানায় মোসাদ? এ বিষয়ে ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, কাতারে স্থল অভিযান চালাতে অস্বীকৃতি জানায় মোসাদের প্রধান ডেভিড বার্নিয়ে। কারণ এর ফলে কাতারের সঙ্গে মোসাদের যে সম্পর্ক গড়ে উঠেছে...