গত শতাব্দীর ৫০–এর দশকে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন থেকে আসা তেলে বাজার ভেসে যাচ্ছিল এবং তার সঙ্গে পাল্লা দিতে যুক্তরাষ্ট্র ও ইউরোপভিত্তিক বৃহৎ তেল কোম্পানিগুলো নিজেদের তেলের পূর্বনির্ধারিত দর কমিয়ে দিচ্ছিল। তেলের বাজারের টালমাটাল ওই সময় ১৯৫৯ সালে অনেকটা বিনা নোটিশে অপরিশোধিত তেল ও পরিশোধিত তেলজাত পণ্য আমদানির ওপর কোটা আরোপ করে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র সরকারের ম্যান্ডেটরি অয়েল ইমপোর্ট কোটা (এমওআইপি) প্রকল্পের ফলে দেশটিতে অপরিশোধিত তেল ও পরিশোধিত তেলজাত পণ্যের আমদানি অনেকটা সীমিত হয়ে পড়ে। যেটুকু আমদানি হতো সেখানে প্রাধান্য পেত কানাডা ও মেক্সিকো। যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের তেল রপ্তানিনির্ভর অর্থনীতির দেশগুলোর জন্য ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে আসে। সোভিয়েত ইউনিয়নের তেলের কারণে বাজারদর আগেই পড়ছিল। যুক্তরাষ্ট্রের বাজার থেকে বাদ পড়ে যাওয়ায় মধ্যপ্রাচ্যে তেলের দাম আরও দ্রুত পড়তে থাকে। ওই বছর ফেব্রুয়ারি...