বিনা মাশুলের ক্রেডিট কার্ড বাজারে ছেড়েছে বেসরকারি খাতের প্রাইম ব্যাংক। অর্থাৎ এই কার্ড নেওয়া থেকে শুরু করে কোনো পর্যায়ে কোনো মাশুল গুনতে হবে না। তবে খরচের পর নির্দিষ্ট সময়ে পরিশোধ না করলে ঠিকই সুদ গুনতে হবে। এই কার্ডের নাম ‘জিরো বাই প্রাইম ব্যাংক’। এটি মূলত ভিসা ক্রেডিট কার্ড। এর মাধ্যমে ব্যাংকটি ক্রেডিট কার্ড বা রিটেইল ব্যাংকিং খাতে নিজেদের অবস্থান জোরদার করতে চাইছে। দেশের শীর্ষস্থানীয় এ ব্যাংকটি করপোরেট ব্যাংক হিসেবে পরিচিত। বেতনভোগী ব্যক্তি: মাসিক ন্যূনতম ৭০ হাজার টাকা বেতন হতে হবে। ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স প্রয়োজন। বেতনভোগী ব্যক্তিদের জন্য স্যালারি সার্টিফিকেট ও গত ছয় মাসের ব্যাংক স্টেটমেন্টের পাশাপাশি এনআইডি ও পাসপোর্ট আকারের ছবি আবেদনের জন্য প্রয়োজন হবে। যদি আপনি আয়ের মানদণ্ড পূরণ না করেন, তাহলে আপনি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ স্থায়ী...