বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইজুর রহমান দুর্ঘটনায় তিনজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন। নিহতেরা হলেন, যশোর সদরের বসুন্দিয়া এলাকার বাসিন্দা ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক আক্তার হোসেন, নড়াইলের লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক নিক্কন আঢ্য এবং সদর উপজেলার ভেকুটিয়া গ্রামের আবু জাফর। পুলিশ কর্মকর্তা তাইজুর বলেন, বাঘারপাড়ার ভাঙ্গুড়া বাজারের কাছে মহাসড়কে বাঁশবোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। ঢাকা থেকে যশোরমুখী নড়াইল এক্সপ্রেসের একটি বাস রাত পৌনে ১১টার দিকে ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে বাসের গ্লাস ভেঙে বাঁশের অগ্রভাগ ভেতরে ঢুকে হতাহতের ঘটনা ঘটে।...