সিন্ডিকেট করে মালয়েশিয়ায় শ্রমিক পাঠিয়ে সরকার নির্ধারিত খরচ থেকে চার-পাঁচ গুণ বেশি অর্থ আদায়ের অভিযোগে ১৩টি রিক্রুটিং এজেন্সির মালিকদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে ১ হাজার ১৫৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। মামলায় ৩১ জনকে আসামি করা হচ্ছে। গতকাল রবিবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন মামলার অনুমোদনের বিষয়টি জানান। দুদক মহাপরিচালক বলেন, অভিযুক্ত ওভারসিজ কোম্পানিগুলো সরকারের নীতিমালা ও মালয়েশিয়া সরকারের সঙ্গে শ্রমিক পাঠানোর চুক্তি লঙ্ঘন করে শ্রমিকদের কাছ থেকে সরকার নির্ধারিত ফির চার-পাঁচ গুণ বেশি অর্থ আদায় করে। পরে বিভিন্ন সময়ে এসব অর্থ ছদ্মাবরণে স্থানান্তরের মাধ্যমে পাচার করেছে। শ্রমিক পাঠাতে চুক্তির শর্ত ভঙ্গ, ঘুষ, অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নেয়। তারা এভাবে ১ হাজার ১৫৯ কোটি ৮২ লাখ ২ হাজার ৫০০ টাকা আত্মসাৎ...