এবার নিজেদের আকাশসীমায় একটি রুশ ড্রোন ঢুকেছে বলে দাবি করেছে রোমানিয়া। স্থানীয় সময় শনিবার ইউক্রেনে হামলার সময় এ ঘটনা ঘটে। পোল্যান্ডের পর দ্বিতীয় ন্যাটোভুক্ত দেশ হিসেবে রোমানিয়ায় রাশিয়ান ড্রোন ঢুকে আকাশসীমা লঙ্ঘন করেছে বলে দেশটির পক্ষে জানানো হয়েছে। রোমানিয়ার প্রতিরক্ষামন্ত্রী ইউনুত মোসতেয়ানু জানিয়েছেন, ড্রোনটি খুব নিচে দিয়ে উড়ছিল। এফ-১৬ যুদ্ধবিমানের পাইলটেরা এটিকে ধ্বংস করার জন্য খুব কাছাকাছি চলে যান। কিন্তু এর আগেই এটি রোমানিয়ার আকাশসীমা থেকে বেরিয়ে ইউক্রেনের দিকে চলে যায়। প্রায় একই সময় পোল্যান্ডও ড্রোন হুমকির কারণে যুদ্ধবিমান মোতায়েন করে। দেশটির লুবলিন শহরের একটি বিমানবন্দর বন্ধ করে দেয়। এর ৩ দিন আগে পোল্যান্ড ন্যাটোর সহযোগিতায় তাদের আকাশসীমায় কয়েকটি রুশ ড্রোন ভূপাতিত করেছিল। এদিকে ইউক্রেনে হামলার সময় পোল্যান্ডের আকাশসীমায় রাশিয়ার ড্রোন ঢুকে পড়া নিয়ে উত্তেজনার পর ইউরোপের পূর্বাঞ্চলে সীমান্ত প্রতিরক্ষা...