এ আয়োজনে এক ভিডিও কলে অংশ নেন সংগীতশিল্পী রুনা লায়লা। ফরিদা পারভীনের প্রতি শেষ শ্রদ্ধা জানান তিনি। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমানসহ আরও অনেকে ফুলেল শ্রদ্ধা জানান। শিল্পীকে শ্রদ্ধা জানিয়ে বিএনপির সংস্কৃতিকবিষয়ক সম্পাদক চিত্রনায়ক উজ্জ্বল সাংবাদিকদের বলেন, ‘আমরা একজন কিংবদন্তি শিল্পীকে হারিয়েছি। এ দুঃখটা আমাদের সবার মধ্যে রয়েছে। এ শূন্যতা পূরণ হওয়ার নয়।’ শ্রদ্ধা জানাতে এসে বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম সাংবাদিকদের বললেন, ‘ফরিদা পারভীন দেশাত্মবোধক গান করেছেন, পরবর্তী সময়ে লালনের গান করেছেন। তার গায়কিকে মিডলক্লাস ভঙ্গি আছে। এর মধ্য দিয়ে লালনের গানের শিল্পী হিসেবে তিনি এমন এক উচ্চতায় গিয়েছিলেন, তার তুলনা নেই। তিনি লালনের সাধনার দিকেও ক্রমান্বয়ে গেছেন।’ মোহাম্মদ আজম বলেন, ‘শেষের দশকগুলোতে তিনি একজন লালন সাধক হিসেবেই জীবনযাপন করেছেন। ফলে দুটি (শিল্পী ও সাধক) দিক তার মধ্যে...