ইসরাইলি ‘এলাকা ছাড়ো’ নির্দেশনায় পড়ি-মরি করে গাজা সিটি ছাড়ছে বাসিন্দারা। পালাতে পালাতে সাগরপারে ভিড় জমাচ্ছে তারা। রোববার ভূমধ্যসাগরের কূলঘেষা দক্ষিণ গাজার লম্বা সৈকতে চোখে পড়ে হাজার হাজার উদ্বাস্তু কাফেলা। হেঁটে, পিকআপ ট্রাকে করে রাস্তা পাড়ি দিচ্ছিল অসহায় ফিলিস্তিনিরা। সেসব যানবাহনে ভারী ভারী আসবাবপত্র দেখা যায়। গাজা সিটির দক্ষিণে নুসেইরাত শরণার্থী শিবিরের কাছে উপকূলীয় রাস্তা ধরে ছুটছিল নিরুপায় পরিবারগুলো। আলজাজিরা। এদিন বড় বড় ভবনগুলোকে টার্গেট করে রোববার হামলা চালিয়েছে ইসরাইলিরা। মুহূর্তে ধসে পড়ে ২০ তলা/১০ তলার মতো আকাশ ছোঁয়া আবাসিক ভবনগুলো। সে সময় আকাশের ওপর কালো ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা যায়। গাজা শহরের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত তাল আল-হাওয়া জেলার বাসিন্দা ৪৫ বছর বয়সি উম্মে আলা শাবান বলেন, ‘ভোর থেকে বোমাবর্ষণ বন্ধ হয়নি। আমরা সারা রাত ঘুমাইনি... গোলাবর্ষণ এবং বিস্ফোরণের শব্দ এখনো থামেনি’।...