ভারতের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চলে চলছে টানা বৃষ্টিপাত। দুদিনের ভারী বৃষ্টিতে পানি বাড়ছে বিভিন্ন নদীতে। গতকাল রবিবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমেই ফুঁসে উঠছে তিস্তা নদী। উজানের ভারতের জলপাইগুড়ি, কোচবিহার থেকে মেখলিগঞ্জ ও বাংলাদেশের নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম পর্যন্ত ফুলে-ফেঁপে উঠেছে খরস্রোতা নদীটি। গতকাল দুপুর ১২টায় ভারতের মেখলিগঞ্জ পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, যা বাংলাদেশের দিকে ধেয়ে আসছে। সূত্রমতে, আগামী ২৪ ঘণ্টা তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত থাকবে, তাই তিস্তা অববাহিকায় যেকোনো সময় বিপদসীমা অতিক্রম করে সাধারণ বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তিস্তা নদীর অববাহিকায় নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট এই পাঁচ জেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে বলে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস...