নেপালের অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভায় নতুন তিন মন্ত্রী নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। প্রেসিডেন্টের কার্যালয়ের সূত্র বলছে, আজ তাঁদের শপথ নেওয়ার কথা রয়েছে। রয়টার্স জানিয়েছে এ খবর। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সাবেক অর্থ সচিব রামেশ্বর খানাল। নগর উন্নয়ন, অবকাঠামো ও সড়ক এবং জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব নেবেন কুলমান ঘিসিং। আর ওম প্রকাশ আরিয়ালকে দেয়া হয়েছে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। এদিকে, নেপালের বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া ৩ হাজার...