ভারত-পাকিস্তান দ্বৈরথ টিকে আছে শুধু কাগজে-কলমে, রাজনৈতিক দ্বন্দ্বে। মাঠের ক্রিকেটে ভারত-পাকিস্তান দ্বৈরথ আকর্ষণ হারিয়েছে বহু আগেই। রাজনৈতিক হস্তক্ষেপ, ক্রিকেট প্রশাসনের অস্থিতিশীলতা আর দলের ভেতর অন্তঃকোন্দলে ক্রমেই ক্ষয়িষ্ণু হয়েছে পাকিস্তানের ক্রিকেট। অন্যদিকে আইপিএলে সওয়ার হয়ে এগিয়েছে ভারতের ক্রিকেট। ফলে দুই দেশের ক্রিকেট দলের শক্তির পার্থক্য যোজন যোজন, যা ফুটে উঠল মাঠের খেলায়। এশিয়া কাপের হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে ভারত। আগে ব্যাট করে পাকিস্তানের ৯ উইকেটে করা ১২৭ রান ভারত তাড়া করে জিতেছে ১৫.৫ ওভারে, ৭ উইকেট হাতে রেখে। টস জিতে ব্যাটিং নেন পাকিস্তানের অধিনায়ক সালমান আগা। দলের হয়ে সবচেয়ে খারাপ ব্যাটিংটা তিনিই করেছেন। ১২ বল খেলে ৩ রান করে আউট হয়েছেন অক্ষর প্যাটেলের বলে। আর অন্যদিকে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব অপরাজিত ৪৭ করেছেন ৩৭ বলে, ছয় মেরে নিশ্চিত...