লা লিগায় নিজেদের ছন্দে ফেরার রাতটা স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা বানাল উৎসবমুখর। রোববার রাতে ৬ হাজার দর্শক ধারণক্ষমতার এস্তাদি জোহান ক্রুইফে হ্যান্সি ফ্লিকের দল ভ্যালেন্সিয়াকে উড়িয়ে দিল ৬-০ গোলে। দুটি করে গোল করলেন ফেরমিন লোপেজ, রাফিনিয়া আর অভিজ্ঞ রবার্ট লেভানডভস্কি।ক্যাম্প ন্যুর সংস্কার কাজ চলায় অস্থায়ী ভেন্যুতেই খেলছে কাতালানরা। কিন্তু ছোট মাঠেও তাদের আগ্রাসী ছন্দে কোনো ঘাটতি ছিল না। রায়ো ভায়েকানোর বিপক্ষে হতাশাজনক ড্রর পর এই ম্যাচে আক্রমণে ছিল আগুন।ইয়ামালের চোট নিয়ে ক্ষুব্ধ ফ্লিক, দায় চাপালেন স্পেনকেপ্রথমার্ধে একাধিক সুযোগ নষ্টের পর ২৯তম মিনিটে গোলের খাতা খোলেন তরুণ ফেরমিন লোপেজ। ফেরান তোরেসের দুর্দান্ত পাস থেকে নিখুঁত ফিনিশিংয়ে ভ্যালেন্সিয়া গোলরক্ষক আগিররেজাবালাকে পরাস্ত করেন তিনি।দ্বিতীয়ার্ধ শুরু হতেই আরও বিধ্বংসী হয়ে ওঠে বার্সা। বিরতি থেকে নেমেই রাফিনিয়া দলকে এগিয়ে নেন, এরপর দূরপাল্লার শটে আবারও জ্বলে ওঠেন...