
আমরা মুসলিমরা যখন কারও কোনো উপকার বা সাহায্য পাই, তখন প্রায়ই বলি—“জাযাকাল্লাহু খাইরান”। এটি কেবল ভদ্রতা প্রকাশের শব্দ নয়; বরং আল্লাহর কাছে দোয়া করার এক চমৎকার উপায়। পশ্চিমা সংস্কৃতিতে যেখানে শুধু “Thank you” প্রচলিত, ইসলামে সেখানে কৃতজ্ঞতা প্রকাশের সঙ্গে আল্লাহর কাছে প্রতিদানও প্রার্থনা করা হয়। এ কারণেই এই দোয়াটি শুধু শিষ্টাচার নয়, বরং আধ্যাত্মিক সৌন্দর্যের প্রতিফলন। “জাযাকাল্লাহু খাইরান” এর অর্থ হলো, “আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন।” এখানে “জাযা” অর্থ প্রতিদান, আর “খাইরান” অর্থ কল্যাণ, উত্তম বা সর্বোত্তম ভালো। অর্থাৎ মানুষকে কেবল দুনিয়ার জন্য ধন্যবাদ জানানো নয়, বরং আল্লাহর কাছে তার দুনিয়া ও আখিরাতের কল্যাণ কামনা করা। কোরআনে আল্লাহ বারবার বলেছেন, আসল প্রতিদান দানকারী তিনি নিজেই। যেমন: আল্লাহ বলেছেন. “যে সৎকাজ করবে, তার জন্য রয়েছে উত্তম প্রতিদান।” (সুরা নাজম, আয়াত: ৩১)।...