একটি সার্বভৌম রাষ্ট্রে হামলা চালানো আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। প্রতিবেশী ইউক্রেনে হামলার কারণে পরাশক্তি রুশ ফেডারেশনকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে নানান নিষেধাজ্ঞার জালে জড়িয়ে ফেলছে মানবিক মূল্যবোধের ‘ধ্বজাধারী’ দেশগুলো। কিন্তু, ইরানের সার্বভৌমত্বকে বুড়ো আঙুল দেখিয়ে ইসরায়েল যখন দেশটির ওপর হামলা চালায় তখন এর বিরোধিতা তো দূরের কথা চরম ধ্বংসাত্মক বোমা নিয়ে সেই হামলায় যোগ দেয় যুক্তরাষ্ট্র। আর মার্কিন-মিত্ররা দেয় নৈতিক সমর্থন।শুধু ইরান নয়, মধ্যপ্রাচ্যের অপর খনিজসমৃদ্ধ ও আয়তনে তুলনামূলক ছোট কাতারের ওপর আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিনা প্ররোচনায় ইসরায়েল যখন হামলা চালালো তখনও দেখা গেল একই দৃশ্য। আক্রান্ত পরও প্রতিবেশী দেশগুলো তো দূরের কথা ‘বন্ধু’ যুক্তরাষ্ট্রকেও পাশে পেল না কাতার।কাতার মধ্যপ্রাচ্যে তথা মুসলিমবিশ্বে নিজের ‘বিশাল ভাবমূর্তি’ তৈরির জন্য বিশ্বকাপ ফুটবলের আয়োজন করেছিল। দেশটি আন্তর্জাতিক অঙ্গনে নিজেকে ‘নিরপেক্ষ’ হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা ক্রমাগত...