রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে ঘিরে আজ থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। এবারের নির্বাচনে ইসলামী ছাত্রশিবির, জাতীয়তাবাদী ছাত্রদল, সাবেক সমন্বয়ক এবং স্বতন্ত্রপ্রার্থীদের সমন্বয়ে মোট ১১টি প্যানেল লড়াইয়ে নেমেছে।রোববার (১৪ সেপ্টেম্বর) পর্যন্ত ঘোষিত এই এগারোটি প্যানেলের মধ্যে শুধু ছাত্রদল ও ছাত্রশিবিরই পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে, অন্য কোনো সংগঠন বা স্বতন্ত্র প্যানেল তা করতে পারেনি। কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৩ জন ও এজিএস পদে ১৬ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।দীর্ঘ ৩৫ বছর পর আগামী ২৫ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসু, সিনেট সদস্য ও হল সংসদ নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাসে ইতোমধ্যেই বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। রাকসুর কেন্দ্রীয় ২৩টি পদে ৩৯৫টি, সিনেটের ৫টি পদে ৮৪টি এবং ১৭টি হলে হল সংসদ নির্বাচনের জন্য...