খুলনায় আবাসিক হোটেল থেকে ৩১নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক তৌহিদুর রহমান তুহিনের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার রাত সোয়া ৮টার দিকে সদর থানার সামনে স্টার হোটেলের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সুদর্শন কুমার রায় জানান, রোববার বেলা ১১টার দিকে তুহিন এক নারীকে স্ত্রী পরিচয় দিয়ে হোটেল স্টারের চতুর্থ তলার ৪০১ নম্বর কক্ষটি ভাড়া নেয়। সুমি নামের ওই নারীটি কিছুক্ষণ কক্ষে অবস্থান করে বাইরে চলে যায়।বিকেল ৫টার দিকে বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে তুহিনের আসল স্ত্রী হোটেলে যায়। রিসিপশন থেকে কক্ষ নম্বর নিয়ে ওই কক্ষে গিয়ে ডাকাডাকি করলে কারও সাড়া না পেয়ে বিষয়টি হোটেল কর্তৃপক্ষকে জানায়। রাত সোয়া ৮ টার দিকে পুলিশের উপস্থিতিতে হোটেলের স্টাফরা দরজা ভেঙ্গে ফেলে। দেখা যায় তুহিনের দেহ ঘরের মেঝেতে...