জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বাড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেন, ‘এত দিন ধরে আলোচনা করেছি যাতে সব বিষয়কে কার্যকর পরিণতির দিকে নিয়ে যাওয়া যায়। কিন্তু কমিশনের হাতে খুব অল্প সময় আছে। তাই বাস্তবায়ন প্রক্রিয়ার আলাপ শেষ করার জন্য কমিশনের মেয়াদ বাড়ানোর আহ্বান জানিয়েছি। আমরা আশাবাদী, কমিশন ও অন্তর্বর্তীকালীন সরকার এ ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেবে।’রোববার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশন, প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা বলেন আখতার হোসেন। এনসিপির এ প্রস্তাবে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশও একমত হয়েছে।আখতার হোসেন বলেন, ‘আমরা মূল প্রস্তাব থেকে দূরে এসে নতুন প্রস্তাবের সঙ্গে একমত হয়েছি, যাতে সব রাজনৈতিক দলের ঐকমত্যের মধ্য দিয়েই সংস্কারের প্রক্রিয়াগুলো বাস্তবায়ন করতে পারি। আমরা একেবারে...