ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এক নারী পুলিশ সদস্যকে ধর্ষণের অভিযোগ উঠেছে তারই সহকর্মী সাফিউর রহমান নামে আরেক পুলিশ সদস্যের বিরুদ্ধে। শুধু ধর্ষণ নয়, সেই ঘটনার ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টানা ছয় মাস ধরে ওই নারীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। এই ঘটনার প্রতিকার চেয়ে থানায় মামলা করতে না পেরে তিনি সম্প্রতি আত্মহত্যার চেষ্টা করেছেন। অভিযোগ উঠেছে, স্থানীয় থানা ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। ভুক্তভোগী ওই নারী পুলিশ সদস্য জানান, গত ফেব্রুয়ারিতে তিনি আশুলিয়া থানা থেকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় যোগ দেন। যোগদানের পর থেকেই কনস্টেবল সাফিউর রহমান তার সঙ্গে পরিচিত হন। গত রমজানে ঈদের পর এক রাতে ব্যারাকে তিনি একা থাকার সুযোগে সাফিউর তার রুমে ঢুকে তাকে ধর্ষণ করেন। সেই...