জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর ভিন্ন অবস্থানের কারণে জটিলতা কাটছে না। একাধিক দফা বৈঠকের পরও জাতীয় ঐকমত্য কমিশন চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। ফলে দ্বিতীয় দফার মেয়াদ শেষ হওয়ার আগেই কমিশনের মেয়াদ আরও বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে।গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেন। বৈঠকে চূড়ান্ত সুরাহা না এলেও কিছু দল কমিশনের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব দেয়। সরকারের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সনদের চূড়ান্ত বাস্তবায়নের লক্ষ্যে আবারও মেয়াদ বাড়ানো হচ্ছে।বৈঠকে অংশ নেওয়া ৩০টি রাজনৈতিক দলের মধ্যে সনদ বাস্তবায়ন নিয়ে মতবিরোধ স্পষ্ট। বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং সমমনা দলগুলো বিভিন্ন বাস্তবায়ন পন্থার পক্ষে অবস্থান নিয়েছে।বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, “নির্বাচন নির্ধারিত সময়েই হতে হবে। বিচার ও সংস্কার...