দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি যেন এক নতুন মাত্রা পেয়েছে। সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, রাজনৈতিক দ্বন্দ্ব এবং পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা আশঙ্কাজনক হারে বাড়ছে। চলতি বছরের প্রথম সাত মাসেই আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ৩৬৮ জন পুলিশ সদস্য লাঞ্ছিত ও হামলার শিকার হয়েছেন, যা পুলিশ বাহিনীর মনোবলে বড় ধরনের আঘাত বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত পুলিশ সদস্যদের ওপর হামলার ৩৬৮টি ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, ২০২৪ সালজুড়েও এই সংখ্যা কম ছিল না—সারাদেশে পুলিশ লাঞ্ছনার মামলা হয়েছে ৬৪৩টি। বিশ্লেষকদের মতে, পুলিশকে টার্গেট করে হামলার সংখ্যা বৃদ্ধির ফলে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী আরও সতর্ক এবং কঠোর হওয়ার প্রয়োজনীয়তা স্পষ্ট হয়ে উঠেছে। ২০২৫ সালের প্রথম সাত মাসেই সারাদেশে মামলা হয়েছে ১ লাখ ৬ হাজার...