বিশেষজ্ঞদের সঙ্গে কমিশনের সভা: জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আবারও সভা করেছে জাতীয় ঐকমত্য কমিশন। গতকাল সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এই আলোচনায় বিশেষজ্ঞ হিসেবে অংশ নেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এমএ মতিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন মোহাম্মদ ইকরামুল হক, সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ড. শরিফ ভূঁইয়া, ব্যারিস্টার তানিম হোসেইন শাওন ও ব্যারিস্টার ইমরান সিদ্দিক। সভায় সনদ বাস্তবায়ন সম্পর্কিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচিত বিষয়গুলো সম্পর্কে বিশেষজ্ঞদের অবহিত করে কমিশন। পাশাপাশি সনদ বাস্তবায়নের উপায় ও পদ্ধতি নিয়ে রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞদের কাছ থেকে আগে পাওয়া সুপারিশগুলোও আলোচনায় উঠে আসে।সভায় কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো....