বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের (এমএনডিএ) প্রধান মেজর জেনারেল ইব্রাহিম হিলমি।গত রবিবার সেনা সদরে সেনাপ্রধানের সঙ্গে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তারা দুই দেশের সামরিক খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেন।মেজর জেনারেল ইব্রাহিম হিলমি দেশে-বিদেশে পেশাদারত্ব, বিশেষত বর্তমান পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় অবদান নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশংসা করেন। এ সময় এমএনডিএ প্রধানের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে ঢাকায় নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত শিউনিন রাশীদ উপস্থিত ছিলেন।বার্তাবাজার/এমএইচ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্সের (এমএনডিএ) প্রধান মেজর জেনারেল ইব্রাহিম হিলমি। গত রবিবার সেনা সদরে সেনাপ্রধানের সঙ্গে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সাক্ষাৎকালে পারস্পরিক...